সাগর আহমেদ, টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওলাবাড়ী ইউনিয়নে চিতাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সাঈদ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, “বাংলাদেশ একটি বদ্বীপ। এ দেশে অসংখ্য নদ-নদী ও খাল-বিল রয়েছে, যেগুলো অনেকাংশেই ভরাট হয়ে গেছে। বাংলাদেশ যদি একটি হৃদপিণ্ড হয়, তবে নদ-নদী ও খাল-বিল হচ্ছে এর শিরা-উপশিরা। এগুলো যদি কোনভাবে বাধাগ্রস্ত হয়, তবে আমাদের জাতীয় প্রাণচক্রই অচল হয়ে পড়বে। সুতরাং এসব প্রাকৃতিক জলাধার পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুনঃখনন কাজটি সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষিকাজে সহায়তা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।