শেখ রাজু আহমেদ।
ছয় দফা দাবিতে খুলনা রেলওয়ে স্টেশনসহ সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। অবরোধে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর আরও শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিতে ওই এলাকায় জড়ো হচ্ছেন।
বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা খুলনা রেলস্টেশন সহ বৈকালী জংশনএলাকার রেল গেট বন্ধ করে অবরোধ করেন।
শিক্ষার্থীদের এ অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ
পলিটেকনিকের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য তারা আন্দোলন করছে তবে খুলনা যশোর রোডে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
পলিটেকনিকের শিক্ষার্থীরা। চারদিকের সড়ক বন্ধ করে দিয়েছে আমাদের ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছে।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বলছেন, আমরা আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেনি। এখন আমরা রাস্তা অবরোধ করেছি। দাবির ব্যাপারে কথা বলতে হলে আমাদের কাছে আসতে হবে। সচিবালয়ে কেউ যাবে না।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি অবগত করা হয়েছে বলে জানিয়েছে