হেলাল শেখঃ ঢাকার সাভারে দেশীয় ধারালো অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন এলাকায় মোমিতা পরিবহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মোমিতা পরিবহনে তল্লাশি চালায়। এ সময় তিন যুবকের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যা তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে ধারণা করা হচ্ছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
পুলিশের এমন তৎপরতায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানিয়েছেন।