1. sokalerbangla@gmail.com : admin :
  2. dainikchoukos@gmail.com : jahid hasan : jahid hasan
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
সদ্য প্রাপ্ত:-
কুলাউড়ায় সরকারি পুকুর উদ্ধার সীতাকুণ্ডে ভোক্তা সুরক্ষা আন্দোলন (সিআরবি’র) নবনির্বাচিত চট্টগ্রাম উত্তর জেলা ও সীতাকুণ্ড পৌরসভা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বড়াইগ্রামে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন দোষীদের শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ভোলার মেঘনা-তেঁতুলিয়া থেকে নির্বিচারে বালি উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন-বিক্ষোভ-স্মারকলিপি পেশ ভোলায় স্মার্ট ফিসারিজের কর্মকর্তাদের নিয়ে স্টাফ ওরিয়েন্টেশন সম্পন্ন রাজশাহী পবার প্রান্তিক জনগণকে বিএনপি’র ৩১ দফা কর্মসূচি অবহিত করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়  শ্রীমঙ্গলকে জেলার শ্রেষ্ঠ থানা ঘোষণা আলফাডাঙ্গায় কৃষক দল নেতা খুন: স্ত্রী গ্রেপ্তার লবণচরা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীপুরে মানববন্ধন দোষীদের শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

মোঃ আবুল কাশেম: ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব। বুধবার (৯ এপ্রিল) দুপুরে চ্যানেল এস-এর অনুসন্ধানী রিপোর্টার ও ক্যামেরা টিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটে শ্রীপুর উপজেলা কার্যালয়ের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনটি শ্রীপুর চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সোহাগ রানা। তিনি বলেন, “বাংলাদেশে যেন আর কোনো সাংবাদিক এভাবে হামলা ও নির্যাতনের শিকার না হয়, সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেন বলেন, “শাকিলসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম বলেন, “সাংবাদিক জাতির বিবেক। সেই বিবেকের কণ্ঠরোধ করতে কিছু সন্ত্রাসী চক্র উঠে পড়ে লেগেছে। আমরা প্রশাসনের কাছে দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।”

সাংবাদিক মনজুর আহমেদ বলেন, “আমরা যেন স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারি, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। সংবাদ প্রকাশের স্বাধীনতা হরণ করার যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে।”

প্রসঙ্গত, গত ৯ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর দক্ষিণখান থানার কোটবাড়ী এলাকায় চ্যানেল এস-এর একটি অনুসন্ধানী টিম হামলার শিকার হন। সাংবাদিকরা সেখানে মেট্রোরেলের চোরাই মালামাল ও মাদক বিক্রির তথ্য অনুসন্ধান করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে গুরুতর আহত হন। এ সময় প্রায় ২০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত সন্ত্রাসী টিমের সদস্যদের মারধর করে, মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেয় এবং প্রায় ২ লাখ টাকার সরঞ্জাম ভাঙচুর করে।

দক্ষিণখান থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিক সমাজ দ্রুত বিচার ও দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews