জাহিদ হাসান : রাজধানীর মিরপুরে যৌথ বাহিনীর অভিযানে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী এক তরুণকে আটক করা হয়েছে। পালানোর চেষ্টা করতে গিয়ে ভবন থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং..
রাজধানীর মিরপুরের কাফরুল থানা এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে এক তরুণকে আটক করা হয়েছে, যিনি স্থানীয়ভাবে কিশোর গ্যাং সংশ্লিষ্ট একাধিক অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার সকালের দিকে পরিচালিত এ অভিযানে অভিযুক্ত ব্যক্তি ভবনের ওপরতলা থেকে নামতে গিয়ে পড়ে গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) নেওয়া হয়।
পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, আটক তরুণ মিরপুর এলাকায় সক্রিয় একটি কিশোর গ্যাংয়ের অন্যতম নেতৃত্বে ছিলেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে পূর্বে একাধিক অভিযোগ ও মামলা নথিভুক্ত রয়েছে, যার মধ্যে ছিনতাই ও সংঘাতের মতো ঘটনা রয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গত কয়েক বছর ধরে রাজধানীর কিছু অংশে কিশোর অপরাধী চক্রের তৎপরতা বাড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। পাড়া-মহল্লায় এ ধরনের চক্রের প্রভাব কমিয়ে আনতে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।
আটকের ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।