পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী স্থানীয় পর্যায়ে আয়োজিত এক মানববন্ধনে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর প্রতিবাদ জানিয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) পিরোজপুর টাউন ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
বক্তব্যে তিনি বলেন, “মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। এসব মামলা প্রত্যাহার করা না হলে দেশপ্রেমিক নাগরিকরা মেঘনা গ্রুপের পণ্য বর্জনের আহ্বান জানাতে পারেন।” তিনি আরও অভিযোগ করেন, “মেঘনা গ্রুপ বিদেশে অর্থপাচারসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্বার্থের ক্ষতি করছে।”
মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, “দেশের গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা বিএনপির সদস্যসচিব লাভলু গাজী, পৌর জামায়াতের আমির মাওলানা ইসহাক আলী এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুমারসহ স্থানীয় নেতৃবৃন্দ।