ক্রাইম রিপোর্টার: রাজিব খাঁন
রাজশাহীর পবা উপজেলার ইটাঘাটি গ্রামের একটি মহিলা হাফিজিয়া মাদ্রাসায় চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে আরএমপি পবা থানায় অভিযোগ দায়ের করেছেন।
রাজু আহমেদ জানান, তার নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত “জান্নাতুল ফেরদাউস মহিলা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহি বোর্ডিং এতিমখানা” থেকে চাঁদা দাবি করে অভিযুক্তরা। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মথুরা পূর্ব পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিশাল (২৯), রানা (৩৫) এবং আরও ২-৩ জন।
অভিযোগ অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারি অভিযুক্তরা মাদ্রাসায় এসে ১৪ হাজার টাকা চাঁদা দাবি করেন। রাজু আহমেদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে ভয়-ভীতি দেখায় এবং মাদ্রাসার অনিয়মের প্রতিবেদন প্রকাশের হুমকি দেয়। এর প্রভাবে মাদ্রাসার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ এপ্রিল অভিযুক্তরা মাদ্রাসায় উপস্থিত হয়ে চাঁদা দাবি করে এবং রাজু আহমেদের বাবাকে ভয়ভীতি দেখায়। তারা মাদ্রাসার মহিলাদের ছবি মোবাইলে ধারণ করার চেষ্টা করলে প্রধান শিক্ষিকা বাধা দেন। এতে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ২ হাজার টাকা আদায় করে।
এছাড়া তারা মাদ্রাসার ভিক্ষার জন্য ব্যবহৃত অটোরিকশার চালককেও গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।
আরএমপি পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।