চাঁদপুরের কচুয়া উপজেলার জগতপুর বাজারে সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ওমর ফারুক শামীমের বিরুদ্ধে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জগতপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের অভিযোগ, সাবেক এমপি ড. সেলিম মাহমুদের ঘনিষ্ঠ এই নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভূমি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলায় হয়রানি এবং সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। ব্যবসায়ী আব্দুল মতিন অভিযোগ করেন, ২০২৩ সালে যৌথভাবে গড়া একটি ব্লক কারখানার জন্য ওমর ফারুক শামীম দশ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দেওয়ায় কারখানাটি বন্ধ করে দেন।
উপজেলা যুবদলের এক নেতা মো. গাজী রুবেলসহ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, শামীম তার ব্যক্তিগত কার্যালয়কে “টর্চার সেল” হিসেবে ব্যবহার করে নির্যাতন চালাতেন। ওই কার্যালয় থেকে চাঁদাবাজি ও বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড পরিচালিত হতো বলে দাবি করেছেন অনেকে। অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে স্ট্যাম্প ও ব্যাংক চেক রেখে জোরপূর্বক অর্থ আদায় করা হতো।
এক জার্মান প্রবাসী মিঠুন ভিডিও বার্তায় দাবি করেছেন, শামীমের হাতে তার শাশুড়ি ও স্ত্রীর ওপর নির্যাতন চালানো হয় এবং প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।
সর্বশেষ ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা শামীম তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারুফ আহমেদ সুমনকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগেও অভিযুক্ত হয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের পর থেকে শামীমের কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা দ্রুত তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার চাঁদপুর ও অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) এর পরামর্শক্রমে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।