মোঃ ইমরান সিকদার:
বরগুনার তালতলী উপজেলার পায়রা নদী থেকে একটি মৃত ইরাবতী প্রজাতির ডলফিন উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার শুভসন্ধ্যা সৈকতের কাছাকাছি নদীপথে ভাসমান অবস্থায় ডলফিনটিকে দেখতে পান পরিবেশকর্মীরা।
‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ সংগঠনের তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান জানান, পর্যটনভ্রমণের সময় নদীতে প্রাণীটির নিথর দেহ চোখে পড়ে। পরে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে ডলফিনটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ডলফিনটির দৈর্ঘ্য ছিল প্রায় ৩ দশমিক ৬ ফুট। শরীরের চামড়া উঠে গিয়ে বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে মৃত্যুর নির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওন জানান, স্থানীয় পরিবেশকর্মীর কাছ থেকে খবর পেয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। ডলফিনটি পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় মাটিচাপা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইরাবতী প্রজাতির ডলফিন সাধারণত নদ-নদীতে বিচরণ করে এবং এটি পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রাণী মৃত অবস্থায় ভেসে ওঠা স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।