মোহাম্মদ মেহেদী হাসান। সদর থানা প্রতিনিধি, খুলনা।
হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম আজ ৩ মে ২০২৫ তারিখ বেলা ১১:৩০ ঘটিকায় কেডিএ ময়ূরী আবাসিকস্থ বি-ব্লকে পূর্বপাশে চৌরাস্তায় চেকপোস্ট বসায়। চেকপোস্ট হতে পুলিশ সন্ত্রাসী হাফিজুল শেখ (২৪), পিতা-ইউসুফ শেখ, সাং-পুটিখালী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-দত্তবাড়ি তরুনসেনা রোড, থানা-দৌলতপুর, খুলনাকে গ্রেফতার করে। দেহ তল্লাশী করে তার কোমর হতে ম্যাগাজিনে ২ রাউন্ড গুলি ভর্তি ১ টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে হরিণটানা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।