শাহিন আলম
চট্টগ্রাম নগরের গোসাইলডাঙ্গা এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মঙ্গলবার (৬ মে) দুপুরে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বেকারি প্রতিষ্ঠান ‘মাস্টার ফুডস’-এ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মেয়াদবিহীন ও রাসায়নিক মিশ্রিত উপাদান ব্যবহার, ফ্লেভার সংযোজন এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধের জন্য প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন চসিকের স্বাস্থ্য পরিদর্শক মো. ইয়াসিন চৌধুরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. আবু জাফর চৌধুরী।
চসিক জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।