জহির আহাম্মেদ, টাঙ্গাইল প্রতিনিধি :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এ দুর্ঘটনাটি ঘটে।
রিপোট লেখা পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানান, টাঙ্গাইল গামী একটি পিকআপ বিকাল সাড়ে ৫টার দিকে বাসা বাড়ির পরিবর্তনের মালামাল নিয়ে মহাসড়কের ওইস্থানে পৌছালে সামনে থাকা একটি লুবেটকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক, হেলপার ও মালামালের মালিকসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হন।
পরে খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে ধুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপটি সরিয়ে নেয়।
এ ব্যাপারে মির্জাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, নিহতদের মধ্যে একজন বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন।
তিনি তার বাসা পরিবর্তনের মালামাল সরাতে পিকআপটি ভাড়া করে ছিলেন। এ ছাড়া নিহতদের মধ্যে একজন পিকআপের চালক ও অপর জন হেলপার।
বিষয়টি গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট নিহতদের লাশ হস্তান্তর করা হবে।