ক্রাইম রিপোর্টারঃ রাজীব খাঁন
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি বাজারে ভেজাল বালাইনাশক বিক্রির অপরাধে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে তিনটি দোকান থেকে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুর ১২টায়, মোহনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোহনপুর উপজেলার কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) এম.এ. মান্নান।
অভিযানের সময় রাসায়নিক সারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়। ফলাফলে ভেজাল ধরা পড়লে অভিযুক্ত দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স মুক্তা ট্রেডার্সের মালিক আসলাম মোল্লাকে এক হাজার টাকা, মেসার্স আব্দুর রহমান এন্টারপ্রাইজের মালিক আব্দুর রহমানকে ১০ হাজার টাকা এবং মেসার্স আল্পনা ট্রেডার্সের মালিক আলমগীর হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইনে ব্যবস্থা নেওয়া হয়।
মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, “ভেজাল বালাইনাশক বিক্রি কৃষকদের জন্য অত্যন্ত ক্ষতিকর। ভবিষ্যতে এমন কার্যক্রম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন কৃষি অফিসের অন্যান্য সহকারী কর্মকর্তা এবং মোহনপুর থানা পুলিশের সদস্যরা।
অফিসারগণ অভিযানের শেষে দোকানিদের সতর্ক করে দেন এবং জানান, বাজারে ভেজাল পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।