রংপুরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর জেলা কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংগঠনের জেলা কমিটির একজন সক্রিয় নেতা পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় নগরীর টাউন হল প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন মাহমুদুর রহমান লিওন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমার কাছে তিনি লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন। লিওনের অভিযোগ, রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ এবং সদস্য সচিব আশফাক আহমেদ জামিল সংগঠনের মূলনীতি ও নৈতিক অবস্থানকে অমান্য করে অনিয়ম, প্রভাব খাটানো এবং আর্থিক অনিয়মে জড়িয়েছেন।
তার ভাষ্য অনুযায়ী, দুই মাস আগে রংপুর শহরের ঘাঘট এলাকায় অনুষ্ঠিত একটি বাণিজ্য মেলায় হাউজি নামে একটি আয়োজনে সাত লাখ টাকা চাঁদা সংগ্রহ করা হয়। সেই অর্থ পরে কমিটির সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এ ছাড়া রংপুর সিটি করপোরেশনের নিয়োগসংক্রান্ত কর্মকাণ্ড ও পীরগাছায় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পে প্রভাব বিস্তার এবং কাজ আটকে দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
লিওন বলেন, “জেলা কমিটির কিছু নেতার অনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা করায় আমাকে হুমকি দেওয়া হয়েছে। একজন দায়িত্বশীল ছাত্রকর্মী হিসেবে এসব অন্যায়ের সঙ্গে আপস করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর রংপুর জেলা কমিটির পদ থেকে সরে দাঁড়ালাম।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, “লিওন কমিটির মেসেঞ্জার গ্রুপের স্ক্রিনশট বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছেন, যা শৃঙ্খলা পরিপন্থী। এ কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছিল। যদিও তিনি পদত্যাগের কথা বলছেন, কিন্তু জেলা বা কেন্দ্রীয় কমিটির কাছে কোনো লিখিত পদত্যাগপত্র জমা দেননি।”
তিনি আরও বলেন, “সাংগঠনিক বার্তালাপে অনেক সময় অবানুষ্ঠানিক আলোচনা হয়। লিওন এগুলো বাইরে প্রচার করেছেন। তার আচরণ খতিয়ে দেখতে তদন্ত চলছে, যার ফলাফলে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে।”
সংগঠনের রংপুর জেলা কমিটির মুখ্য সংগঠক রিফাত হাসান বলেন, “কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণের ভিত্তিতে যথাযথ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।”
এই ঘটনার মাধ্যমে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর জেলা কমিটিতে অভ্যন্তরীণ বিরোধ এবং নেতৃত্বের প্রতি আস্থার সংকট স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।