অনলাইন ডেক্স :
ঢাকা মহানগর এলাকায় জনশৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-১৯৭৬ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে: মাননীয় প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ নম্বর আদালতের প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের অংশ।
ডিএমপি জানিয়েছে, জননিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত এলাকায় সভা-সমাবেশ বা যেকোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ থাকবে।
এছাড়া বিভিন্ন দাবিদাওয়া আদায়ের উদ্দেশ্যে জনসাধারণকে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে পুনরায় অনুরোধ জানানো হয়েছে। ডিএমপি বলছে, যান চলাচল স্বাভাবিক রাখতে নাগরিকদের সহযোগিতাই মূল চাবিকাঠি।