রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছিনতাই, চুরি, ডাকাতি, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজনরা। বুধবার, ১৪ মে ২০২৫ তারিখে মোহাম্মদপুর থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: শাকিল (২৬), মমিনুল (২৬), রাব্বি (১৯), আমান (১৮), আতিক (২৫), সোহেল (২৩), রাইসুল (২২), রাসেল (৩৪), আবদুল করিম (৩১), সোহেল রানা (২৭), বিল্লাল (২৩), রবিউল (২৪) ও জলিল (৪৪)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে মোহাম্মদপুর থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।