– কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের সদ্যঘোষিত আংশিক কমিটির পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভের মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায় বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে ‘অবৈধ কমিটি প্রত্যাখ্যান’ দাবিতে একটি মিছিল শেষে কার্যালয়ের সামনে অবস্থান নেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, কিছু আসবাবপত্র ভাঙচুর করেন এবং কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ ওঠে।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণেরও শব্দ পাওয়া যায় বলে জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার দীর্ঘ সাত বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক হিসেবে এমদাদুল হক ধীমানের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি মহানগর কমিটিতে নাহিদ রানা সভাপতি এবং ফায়াজ রশিদ প্রিমু সাধারণ সম্পাদক পদে মনোনীত হন।
তবে নতুন কমিটিতে অংশ না পাওয়া কয়েকজন ছাত্রদল নেতার অভিযোগ, দলে দীর্ঘদিন ধরে সক্রিয় ও ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের বাদ দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন পদবঞ্চিত নেতা জানান, “বিগত ১৭ বছরে যারা রাজনৈতিকভাবে হামলা-মামলার শিকার হয়েছেন, তাদের বাদ দিয়ে যেভাবে কমিটি গঠন করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। নতুন, গ্রহণযোগ্য কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
এ বিষয়ে মহানগর ছাত্রদলের সদ্যবিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, “কমিটি ঘোষণার পর থেকে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই মাঝে কয়েক দফায় মিছিল ও উত্তেজনার ঘটনা ঘটে। তবে কারা কার্যালয়ে আগুন দিয়েছে, সে বিষয়ে আমি নিশ্চিত নই।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।