শাহিন আলম
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন সিইপিজেড মেইন গেইট এলাকার সামনে এক চীনা নাগরিকের কাছ থেকে মোবাইল ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় পুলিশ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত Huawei Nova 13 মডেলের মোবাইল ফোনটি।
ভুক্তভোগী ৫২ বছর বয়সী চায়না নাগরিক ঝেং কিং ঝিন, যিনি নিউ এরা ফ্যাশন লিমিটেডে টেকনিশিয়ান হিসেবে কর্মরত, ৯ জুন সকালে বাজারে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। সিইপিজেড আবাসিক গেইট এলাকায় তার পথরোধ করে ৩-৪ জন ছিনতাইকারী মোবাইল ফোন ও আনুমানিক ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ইপিজেড থানার এসআই মোঃ আঈল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। (১১ জুন ২০২৫)ভোরে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন—মোঃ ইদ্রিস হোসেন হৃদয় (২৮), মোঃ ফরিদুল হাসান (২৯), ও রাকিব মোমিনদার ওরফে কানকাটা রাকিব (৩২)। তাদের দেওয়া তথ্যে ছিনতাইকৃত মোবাইলটি উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালিত হয় সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোহেল পারভেজ ও সহকারী পুলিশ কমিশনার মাহবুবুল হাসানের তত্ত্বাবধানে।
ইপিজেড থানার ওসি মোঃ মাহমুদ জামির হাসান জানান, ছিনতাইয়ের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত পদক্ষেপ নিয়ে জড়িত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এটি প্রমাণ করে যে, নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা সজাগ ও প্রতিজ্ঞাবদ্ধ।