স্টাফ রিপোর্টার: আলতাব হোসেন | তারিখ: রবিবার, ৬ জুলাই ২০২৫
ঢাকার সাভারের আশুলিয়ায় বেপরোয়া গতির কভার ভ্যানের চাপায় মাত্র ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম খাদিজা। সে বরিশালের হিজলা থানার চকদুর্গাপুর গ্রামের ফারুক সরদারের মেয়ে। পরিবারসহ আশুলিয়ার ইউসুফ মার্কেট মোহাম্মদ আলীর বাসায় ভাড়া থাকত এবং তার বাবা ওই মোড়ে একটি মুদি দোকান চালান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে নরসিংহপুর থেকে কাশিমপুরগামী একটি কভার ভ্যান ইউসুফ মার্কেট মোড়ে পৌঁছালে খাদিজাকে চাপা দেয়। সে সময় খাদিজা বাবার দোকান থেকে বাসায় ফিরছিল। ঘটনাস্থলেই শিশুটি প্রাণ হারায়।
দুর্ঘটনার পর চালক পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মাদ্রাসা বাজার এলাকা থেকে তাকে ধরে ফেলে এবং পুনরায় ঘটনাস্থলে নিয়ে আসে। আটক চালকের নাম জুয়েল (২৭), পিতা সেলিম, গ্রাম বানাহাটি, থানা শ্রীপুর, জেলা গাজীপুর।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির গতি অত্যন্ত দ্রুত ছিল এবং চালকের বেপরোয়া আচরণই শিশুটির মৃত্যুর জন্য দায়ী।
ঘটনার পর আশুলিয়া থানা পুলিশকে জানানো হয়। কর্তব্যরত ডিউটি অফিসার জানান, পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।
শিশুটির করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।