স্টাফ রিপোর্টার,নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ মেধাক্রম অর্জনকারী ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম-এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা শিক্ষা অফিসার মো. রুস্তুম আলী হেলালী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের এই সম্মাননা ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে।” তিনি আরও জানান, এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৯ জন কৃতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসি’র ১৯ জনকে ২৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম আক্তার, বড়াইগ্রাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইন, প্রধান শিক্ষক রেজাউল করিম, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ, কৃতি শিক্ষার্থী শ্রবনী প্রামাণিক ও ফারজানা আফরোজ প্রিয়া এবং প্রবীণ সাংবাদিক সাংবাদিক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।