1. sokalerbangla@gmail.com : admin :
  2. dainikchoukos@gmail.com : jahid hasan : jahid hasan
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ন
সদ্য প্রাপ্ত:-
জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক খায়রুল আলম রফিক  জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবসে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় COP 30 ঘিরে বিশ্বের প্রস্তুতি জোরদার ১৫৮ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল জাতিসংঘ অবৈধ ইহুদি বসতির সঙ্গে জড়িত জাতিসংঘ মহাসচিবের বার্তা বিশ্ব পর্যটন দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা: পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবসে আজ উদাসীনতার ভারে ভেঙে পড়ছে জাতিসংঘ: জাতিসংঘ মহাসচিব বিশ্ব সমুদ্র দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন

বড়াইগ্রামে মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার,নাটোর

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ মেধাক্রম অর্জনকারী ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম-এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা শিক্ষা অফিসার মো. রুস্তুম আলী হেলালী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের এই সম্মাননা ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে।” তিনি আরও জানান, এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৯ জন কৃতি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসি’র ১৯ জনকে ২৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম আক্তার, বড়াইগ্রাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইন, প্রধান শিক্ষক রেজাউল করিম, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ, কৃতি শিক্ষার্থী শ্রবনী প্রামাণিক ও ফারজানা আফরোজ প্রিয়া এবং প্রবীণ সাংবাদিক সাংবাদিক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014-2025
Theme Customized BY LatestNews