বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক বয়স্ক ব্যক্তি দিবস। এ দিবসে প্রবীণদের অধিকার, মর্যাদা ও অবদানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
জাতিসংঘের তথ্যানুযায়ী, গত ত্রিশ বছরে ৬০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.২ বিলিয়ন-এ।
অনুমান করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা আরও বেড়ে ২.১ বিলিয়ন ছাড়াবে। এ প্রবল জনসংখ্যাগত পরিবর্তন বৈশ্বিক অর্থনীতি, স্বাস্থ্যব্যবস্থা এবং সামাজিক সংহতির ওপর বড় প্রভাব ফেলবে।
বার্তায় বলা হয়েছে, প্রবীণদের অধিকার নিশ্চিত করা, মর্যাদা রক্ষা করা এবং তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া জরুরি। এ বছরের প্রতিপাদ্যও মনে করিয়ে দেয় যে, বয়স্ক ব্যক্তিরা সমাজে পরিবর্তনের শক্তিশালী প্রতিনিধি। নীতিনির্ধারণ, বয়সভিত্তিক বৈষম্য দূরীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তাদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হবে।
প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতা থেকে তরুণ প্রজন্মসহ সমাজের সবাই উপকৃত হতে পারে। তারা অনিশ্চয়তা মোকাবিলা, দ্বন্দ্ব সমাধান এবং আন্তঃপ্রজন্মীয় সংহতি গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারেন।