নিজস্ব প্রতিবেদকঃ
বিজিআইএফটি ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিআইএমটি) পরিবারের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন আমট ১০ম ব্যাচের শিক্ষার্থী মোঃ রেজাউল করিম রনির অকাল মৃত্যুতে।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে রনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বন্ধুদের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া।
রনির স্মরণে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে বিআইএমটি মিলনায়তনে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যা প্রায় ১ ঘন্টা ২০ মিনিটব্যাপী স্থায়ী হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর অধ্যাপক মোঃ দেলোয়ার হোসাইন। মরহুমের মামা মোঃ মিজানুর রহমান মজনু উপস্থিত থেকে পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করেন।
অনুষ্ঠানে রনির ব্যাচমেট ও সহপাঠীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, “রনি চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল। তার স্বপ্ন ছিল সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবারকে প্রতিষ্ঠিত করা এবং সমাজে অবদান রাখা। কিন্তু তার অকাল মৃত্যু সেই স্বপ্নকে নিঃশেষ করে দিল।”
দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মাওলানা মোহাম্মদ উল্লাহ মীর কাসেমী। তিনি কোরআন ও হাদীসের আলোকে সংক্ষিপ্ত বয়ান প্রদান করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন অধ্যাপক আবু বক্কর।
বিআইএমটি পরিবারের পক্ষ থেকে মরহুম রনির শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয়েছে।