আজ বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।প্রতি বছর সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।এরআগে, সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসস’কে জানান, রাষ্ট্রপতির ভাষণ ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তাঁর বক্তব্যে প্রাধান্য পাবে বলেন প্রেস সচিব।