মোঃ আবুল কাশেম: গাজীপুরের মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবৈধভাবে দোকানপাট বসে যাত্রী ও পথচারীদের যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি করায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে মাওনা হাইওয়ে থানা পুলিশ। আজ সকাল মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে মাওনা চৌরাস্তা এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এই উচ্ছেদ অভিযানে প্রায় শতাধিক ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, গাজীপুরের মাওনা চৌরাস্তা একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। বহু লোকের বসবাস এখানে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের লেইন দখল করে অবৈধ ভাবে দোকান বসিয়ে পথচারী ও সাধারণ যাত্রীদের চলাচলে ব্যাঘাত ঘটানোয় মাওনা হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সাধারণ জনগণ বলেন অবৈধ স্থাপনা থাকায় আমাদের চলাচলে দুর্ভোগের অন্ত ছিল না। হাইওয়ে পুলিশ এই অভিযান অব্যাহত রাখলে আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারব।