1. sokalerbangla@gmail.com : admin :
  2. pphelp90@gmail.com : jahid hasa : jahid hasa
  3. shahriarnishat84@gmail.com : Nishat Shahria : Nishat Shahria
  4. zahidhossainsazal72@gmail.com : Zahid Hossain Sazal : Zahid Hossain Sazal
  5. sholimuddin1986@gmail.com : Sholim : Sholim
  6. smnazrulislam.official@gmail.com : SM Nazrul Islam : SM Nazrul Islam
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রাম্য সালিশে যুবকের চুল কাটার অপরাধে ইউপি সদস্য গ্রেফতার জঙ্গিবাদ ও মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে: আসিফ নজরুল আত্রাইয়ে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোলদিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস সদরপুরে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদন্ড কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য লাঙল জোয়ালের হালচাষ শিক্ষার্থীদের চোখে আগামীর বাংলাদেশ ও ছাত্র রাজনীতি রাজশাহীর নবাগত জেলা প্রশাসকের মোহনপুর উপজেলায় সুধিজনদের সাথে মত বিনিময় সভা রাজশাহী মোহনপুরে অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক চেকপোস্ট পরিচালনা করেন

লিগ ওয়ান: কোনমতে রক্ষা পেয়েছে পিএসজি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২০২ Time View

রো একটি লিগ শিরোপা নিশ্চিতের সুযোগ হাতে ধরে হারিয়েছে পিএসজি। শনিবার ঘরের মাঠে ধুকতে থাকা লে হাভরের সাথে ৩-৩ গোলের ড্রয়ের মাধ্যমে কোনমতে পরাজয়ের লজ্জা থেকে রেহাই পেয়েছে প্যারিসের জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামার আগে এটাই পিএসজির শেষ ম্যাচ ছিল।
গতকাল জিততে পারলেই ফরাসি লিগে রেকর্ড ১২ বারের মত চ্যাম্পিয়শীপ নিশ্চিত হয়ে যেত পিএসজির। গত ১২ মৌসুমে যা ১০ম। কিন্তু রেলিগেশন প্লে অফে থাকা লে হাভরে কাল মোটেই স্বস্তিতে থাকতে দেয়নি পিএসজিকে। যোগ হওয়া সময়ে গনসালো রামোসের গোলে কোনমতে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ৬১ মিনিটে ৩-১ গোলে পিছিয়ে পরাজয়ের ক্ষন গুনছিল তারা। যদিও এই ড্র সত্ত্বেও এই মুহূর্তে তাদেরকে ধরার কোন সাধ্য কার্যত কোন দলেরই নেই। 
প্রথমার্ধে ব্র্যাডলি বারকোলার গোলে সমতায় ফিরে পিএসজি। ক্রিস্টোফার ওপেরির গোলে ১৯ মিনিটে এগিয়ে গিয়েছিল লে হাভরে। ঘানা তারকা আন্দ্রে আইয়ু লে হাভরেকে আবারো ৩৮ মিনিটে এগিয়ে দেন। আব্দুলায়ে টুরে পেনাল্টি স্পট থেকে সফরকারীদে ৩-১ গোলের লিড উপহার দেন। পুরো মৌসুমে পিএসজি লিগে দ্বিতীয় পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। কিন্তু আচরাফ হাকিমি ৭৮ মিনিটে এক গোল পরিশোধ করার পর বদলী খেলোয়াড় রামোস দলের এক পয়েন্ট নিশ্চিত করেন। গত  সেপ্টেম্বরের পর থেকে এনিয়ে লিগে ২৬ ম্যাচে অপরাজিত থাকলো পিএসজি। 
সম্ভাব্য ট্রেবল জয়ের পথে থাকা লুইস এনরিকের দল এই মুহূর্তে মোনাকোর থেকে ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে। হাতে রয়েছে আর মাদ্র চার ম্যাচ। তবে মোনাকো যদি লিঁওর বিপক্ষে এ্যাওয়ে ম্যাচটিতে জিততে না পারে তবে পিএসজির আজই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে। 
সব মিলিয়ে বর্তমানে গোল ব্যবধানে ২৯ গোল এগিয়ে থাকা পিএসজি যদি শেষ পর্যন্ত মোনাকোর সাথে সমান পয়েন্ট নিয়ে লিগ শেষ করে তারপরও গোল বিবেচনায় তাদের শীর্ষস্থান নিশ্চিত হবে।
ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এনরিকে বলেছেন, ‘আজ আমরা লিগ শিরোপা  নিশ্চিত করতে পারতাম। যদিও গোল ব্যবধানে এগিয়ে এখনো আমরা নিজেদের চ্যাম্পিয়ন দাবী করতে পারি। আমি মনে করি পুরো মৌসুমে আমরা ফর্মের তুঙ্গে থেকে খেলেছি। পুরো যাত্রায় খেলোয়াড়রা আমাকে দারুনভাবে সন্তুস্ট করেছে।’
ডর্টমুন্ডের বিপক্ষ বুধবার জার্মানীতে প্রথম লেগের ম্যাচকে সামনে রেখে এনরিকে গতকাল ১০টি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন। মূল দলে ওসমানে ডেম্বেলে জায়গা ধরে রাখলেও কিলিয়ান এমবাপ্পে ছিলেন বদলী বেঞ্চে। লিগে শেষ ১২ ম্যাচে মাত্র একটিতে জয়ী লে হাভরের কাল হারানোর কিছু ছিলনা। চাপমুক্ত হয়ে খেলতে নামা সফরকারী দলটি ১৯ মিনিটেই এগিয়ে যায়। আইয়ুর দারুন এক ব্যাক-হিল পাসে ওপেরি প্রথম সুযোগেই বল জাল জড়ান। ২৯ মিনিটেচ ওয়ারেন জেইরে-এমেরির লো ক্রসে বারকোলার পিএসজিকে সমতায় ফেরান। টিনএজ ফরাসি মিডফিল্ডার জেইরে-এমেরি ম্যাচ শুরুর আগে ২০২৯ সাল পর্যন্ত পিএসজির সাথে চুক্তি নবায়নের ঘোষনা দিয়েছেন। বিরতির ৭ মিনিট আগে লোয়িক নেগোর পাসে আইয়ু কেইলর নাভাসকে পরাস্ত করে আবারো লে হাভরেকে এগিয়ে দেন। 
বিরতির পর তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে পিএসজি। কিন্তু ডানিলো পেরেইরার বিপক্ষে নেগোর আদায় করা পেনাল্টি থেকে টুরে লে হাভরের লিড বড় করেন। রানডাল কোলো মুয়ানির স্থানে মাঠে নামেন পর্তুগীজ ফরোয়ার্ড রামোস। ৭৮ মিনিটে রামোসের দারুন এ্যাসিস্টে হাকিমি এক গোল পরিশোধ করেন। লে হাভরে গোলরক্ষক আর্থাস ডেসমাস দারুন ভাবে রামোসের একটি শট রুখে দেন। কিন্তু শেষ পর্যন্ত স্টপেজ টাইমে লি ক্যাং-ইনের ক্রস থেকে রামোস পিএসজিকে রক্ষা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014
Theme Customized BY LatestNews