মানবতার ফেরিওয়ালা প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সেক্টরে কর্মসংস্থান করে দিয়েছেন, তরুণ উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া। তার পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন। তিনি ৮বার ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মান অর্জন করেছেন।
ঢাকার বাসিন্দা ঢাকা জেলার ৮বার শ্রেষ্ঠ করদাতা ও মানবতার ফেরিওয়ালা তরুণ উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া’র পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মানে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা, এবং ভালোবাসার দীক্ষা দেয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বিশ্বের সব প্রান্তে অবস্থানরতমুসলমানদের প্রতি ঈদের শুভেচ্ছা। তিনি আরো বলেন, মহান ত্যাগের মহিমায় এই কোরবানির ঈদের দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, সমৃদ্ধি কামনা করছি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সবার মাঝে ছড়িয়ে পর–ক ভালোবাসা। তিনি আরো বলেন, প্রতিটি পশু কোরবানির সাথে অন্তরের পশুত্বকেও কোরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আযহা। এই ঈদুল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি বিশ্বাস ও প্রকৃত ভালোবাসার দীক্ষা। ঈদুল আযহার ত্যাগের মহান আদর্শ এবং এই শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই। মানুষের কল্যাণময় সমাজ গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সুব্যবস্থাসহ মানবাধিকার সমুন্নত রাখতে ঈদুল আযহা অনুপ্রেরণা হয়ে আছে এখনো।
হজরত ইব্রাহিম (আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া। তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ধনী-গরীব, দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। দেশের সাধারণ মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেণীর সবাইকে ঈদের এই আনন্দকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিবেন বলে আমি আশাবাদী। সবাইকে ধন্যবাদ, সকলকে আবারও ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”।
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামগড়া এলাকার ভুঁইয়া বাড়ির কৃতিসন্তান আলহাজ্ব মোঃ ছফিল উদ্দিন ভুঁইয়া ও তছিমন্নেছা দম্পতি’র তৃতীয় ছোট ছেলে মানবতার ফেরিওয়ালা, তরুণ উদ্যোক্তা আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া (বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার, নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিবিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী)।
আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া অভিমত প্রকাশ করে বলেন, আমি নিজে করদাতা হিসেবে সরকারকে কখনো করফাঁকি দেইনি, সততার সাথে ব্যবসা করি, আমার ব্যবসার শুরু থেকে পর্যায়ক্রমে যখন ব্যবসা বড় হচ্ছে-তখন থেকেই আমি কখনো কর ফাঁকি দেওয়ার চিন্তা মাথায় ঢোকাইনি, ব্যবসা শুরু করার পরের বছর থেকেই আমি নিজে আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। তিনি আরো বলেন, আমার ব্যবসা যত এগিয়েছে, কর দেওয়া ততটাই বাড়িয়েছি। আমি প্রথম ২০১৬ইং সালে ঢাকা জেলার সেরা করদাতা হিসেবে সম্মাননা স্মারক পাই, এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে আবারও ঢাকা জেলা সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়ে সম্মান অর্জন করেছি। আমি মনে করি রাষ্ট্রের সঙ্গে কখনই বেঈমানি করা উচিৎ না। ব্যবসায়ীদের কখনো সম্পদের হিসাব বা তথ্য গোপন রাখা ঠিক না। তিনি আরো বলেন, পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পরুক, পবিত্র ঈদ উপলক্ষ্যে ব্যবসায়ীসহ সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা-“ঈদ মোবারক”। শুভেচ্ছান্তে-তানভীর আহমেদ রোমান ভুঁইয়া, ম্যানেজিং ডিরেক্টর, ঢাকা লিগ্যাসী লিঃ। তিনি সবার কাছে দোয়া কামনা করেন যে, আগামীতে যেন মানুষকে সহযোগিতা ও সেবা করতে পারেন।