বিশেষ প্রতিনিধ: শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোবারক হোসেন, সাধারণ সম্পাদক পদে মোঃ আবুল কাসেম ও সাংগঠনিক সম্পাদক পদে সোহাগ আহমেদ নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা সম্পূর্ণর হওয়ার পর বিকেল ৫ টায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ আমজাদ হোসেন বি.এ এর অনুমতিক্রমে সহকারী নির্বাচন কমিশনার মোঃ সোহেল আহমেদ সাংবাদিক ও ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে ফলাফল ঘোষনা করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক মোঃ পাবেল সরকার। যুগ্ম আহ্বায়ক বাদল আহমেদ, নাহিদুল ইসলাম নাহিদ ও রফিকুল ইসলাম। শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি সিনিয়র সাংবাদিক বশির আহমেদ কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং বোয়ালী ইউনিয়ন পরিষদদের প্যানেল চেয়ারম্যান কাজী আলী হোসেন। নির্বাচন পরিচালনা ও প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ৮৯ নং কেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাসেল সরকার। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মামুন হাসান বি.এ। আরো উপস্থিত ছিলেন, এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসান। সাংবাদিক কল্যান সংস্থার সাবেক সভাপতি মাহফুজুর রহমান ইকবাল। ভোরের দর্পন পত্রিকার সিনিয়র সম্পাদক এমদাদুল হক। এস টিভির সাংবাদিক মিজানুর রহমান মিজান। দৈনিক আমাদের দর্পণ পত্রিকার সম্পাদক আতিকুল ইসলাম এল.এল.বি। দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকা শ্রীপুর প্রতিনিধি মোঃ ওয়াসিম আকরাম। নির্বাচনে ২৫ জন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। সংগঠনের বিশেষ অবদান রাখা সাবেক সাধারণ সম্পাদক কে বিপুল ভোটে দ্বিতীয়বারের নির্বাচিত করা হয়। নির্বাচনে সর্বমোট ভোট সংখ্যা ২৭ কাস্টিং সংখ্যা ২৫।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মোঃ মোবারক হোসেন। সর্বোচ্চ ১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ আবুল কাশেম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭ ভোট। ১৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ সোহাগ আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহীন আলম পেয়েছেন ১২ ভোট।