সৈয়দ মেজবাহ উদ্দিন, কলাপাড়া (পটুয়াখালী):
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট টেলিভিশন টকশো ব্যক্তিত্ব আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, ’বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত নারকীয় হত্যাকান্ডের ঘটনায় জাতিসংঘ তদন্ত করতে এসেছে। শুরু থেকেই এ আন্দোলনে বিএনপি’র সমর্থন ছিল। আমাদের ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের নেতা-কর্মীরা এ আন্দোলনে সক্রিয় ভাবে অংশ নিয়েছে। আমাদের দলের ১২৭ জন নেতা এ আন্দোলনে নিহত হয়েছেন। ছাত্রদলের ৪৯ জন নিহত হয়েছে। ১০ জনের চোখ নষ্ট হয়ে গেছে। ৫২ শিশু নিহত হয়েছে। ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার পতনে নিহতের সংখ্যা যাই বলা হোক না কেন বিভিন্ন তথ্য, উপাত্ত থেকে জানা মতে নিহতের সংখ্যা হবে অন্তত: দেড় থেকে দুই হাজার।’ এবিএম মোশাররফ হোসেন বুধবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে স্থানীয় গনমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে গনমাধ্যমকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এবিএম মোশাররফ আরও বলেন, ’অন্তর্বর্তী সরকারকে বিএনপি সর্বাত্মক সহযোগীতা করবে। খুনী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার আকন্ঠ অনিয়ম, দুর্নীতিতে জড়িত ছিল। তারা বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। বিনা ভোটের সরকারকে ক্ষমতায় থাকতে সহায়তা করে পুলিশ, র্যাব সহ প্রশাসনের দলবাজ কর্মকর্তারা দুর্নীতি, অনিয়ম করে বিপুল অর্থের মালিক হয়েছে। তাই আওয়ামীলীগের মত একটি বড় দলের নেতা-কর্মীরা নৈতিক মনোবল হারিয়ে দেশ থেকে পালিয়ে গেছে।’
এবিএম মোশাররফ বলেন, ’কলাপাড়া দেশের একটি গুরুত্বপূর্ন জায়গা। এখানে তাপবিদ্যুত কেন্দ্র, সমুদ্র বন্দর, নৌ-ঘাঁটি, কুয়াকাটার মত প্রসিদ্ধ পর্যটনকেন্দ্র রয়েছে। আমরা কলাপাড়ায় একটি শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করতে চাই। কে কোন দল করে সেটা আমাদের কাছে কোন বিষয় নয়। আমাদের কাছে একটাই বিষয় আমরা কলাপাড়ার মানুষ। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার হবে।’
গনমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মো. ওমর ফারুক, সাংবাদিক চঞ্চল সাহা প্রমূখ।
#
০৪-০৯-২৪
সৈয়দ মেজবাহ উদ্দিন
কলাপাড়া, পটুয়াখালী