1. sokalerbangla@gmail.com : admin :
  2. pphelp90@gmail.com : jahid hasa : jahid hasa
  3. shahriarnishat84@gmail.com : Nishat Shahria : Nishat Shahria
  4. zahidhossainsazal72@gmail.com : Zahid Hossain Sazal : Zahid Hossain Sazal
  5. sholimuddin1986@gmail.com : Sholim : Sholim
  6. smnazrulislam.official@gmail.com : SM Nazrul Islam : SM Nazrul Islam
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন

ফ্রী মেডিকেল ক্যাম্প ছাগলনাইয়া ফেনী ও চৌদ্দগ্রাম কুমিল্লা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

যোবায়ের শাহিন
স্টাফ রিপোর্টার

সাম্প্রতিক সময়ে মারাত্মক বন্যায় দেশের বিভিন্ন এলাকার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এসিআই গ্রুপ সামাজিক দায়বদ্ধতার কারণে বন্যা দুর্গত মানুষের সহযোগিতায় ঔষধ এবং চাল-ডালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী বিনামূল্যে সরবরাহ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৬-০৭ সেপ্টেম্বর ২০২৪ রোজ শুক্রবার ও শনিবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাঙ্গীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসিআই ফার্মাসিউটিক্যালের অর্থায়নে এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস জার্নালিস্ট সোসাইটির সহায়তায় বন্যা দুর্গত মানুষের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন এসিআই ফার্মার সিনিয়র বাজার গবেষক ও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস জার্নালিস্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা সম্পাদক মেহেদী হাসান মানিক এবং ফার্মার রিজিওনাল ম্যানেজার নির্মল সমাদ্দারসহ আরও অনেক কর্মীবৃন্দ। স্বেচ্ছাসেবী হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের মেধাবী শিক্ষার্থী মাহবুব আলম শাহিন।
উক্ত ক্যাম্পেইনে ফেনী ডায়বেটিক হাসপাতালের সুদক্ষ ডাক্তার আব্দুল্লাহ আল মাহমুদ (কবির), ডাক্তার উসমান গণি ভূঁইয়া এবং আমজাদহাট বাজারের ডাক্তার লুৎফর রহমান অত্যন্ত দক্ষতার সহিত চিকিৎসা সেবা প্রদান করেন। নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৪০০ জন বন্যা দুর্গত মানুষ ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পটি সকাল ১০.০০ থেকে বিকেল ৫.০০ পর্যন্ত চলার কথা থাকলেও অনেক বেশী রোগী হওয়াতে এটি সন্ধ্যা ৭.০০ পর্যন্ত চলে। সেবা গ্রহণকারিদেরকে এসিআই ফার্মার বিভিন্ন প্রকারের গুরুত্বপূর্ণ ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2014
Theme Customized BY LatestNews