দৈনিক চৌকস :প্রতিনিধি
খোন্দকার মেজবাউল ইসলাম
রাজশাহী মোহনপুর উপজেলার নির্বাহী অফিসার মোসাঃ আয়েশা সিদ্দিকার সাথে মতবিনিময় নিউজের ছবিটি কাটিং করে
মোহনপুর প্রেসক্লাবের, রাসেল সরকার নামের একজন সাংবাদিক ফেসবুকে একটি পোস্ট দেন, মোহনপুরে এরা কারা, সতর্ক থাকুন ছবিতে থাকা সকল সাংবাদিকদের কে চাঁদাবাজ এবং ভুয়া সাংবাদিক বলে এবং প্রশাসনিক কোন দপ্তরে গেলে এ সকল ভুয়া চাঁদাবাজ সাংবাদিকদেরকে প্রশাসনের হাতে তুলে দিবেন। আরো বলেন মোহনপুর প্রেসক্লাবে খবর দিবেন এবং আমাদের সহযোগিতায় এ সকল সাংবাদিকদেরকে প্রশাসনের হাতে তুলে দিব। ফেসবুক লিংকগুলো বিভিন্ন প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়
যার ফলে , যে সকল সাংবাদিকদেরকে ভুয়া বলা হয়েছে সে সকল সাংবাদিক ফেসবুকে দেখতে পেলে বিষয়টিকে নিয়ে সাংবাদিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যার ফলে স্থানীয় নেতৃবৃন্দরা সকল সাংবাদিকদেরকে বলেন, মোহনপুর উপজেলায় ৪,৫,টা প্রেসক্লাব থাকবেনা। মুক্তধারায় একই প্লাটফর্মে থেকে। সকলকে কাজ করতে, হবে এই সিদ্ধান্তে সফল সাংবাদিক একমত হয়।
রাজশাহী মোহনপুর উপজেলার সকল প্রেসক্লাব গুলোকে ভেঙ্গে একজায়গায় করার জন্য দায়িত্ব নিয়েছেন,স্থানীয় নেতৃবৃন্দ, মোঃ শামসুজ্জোহা শাহীন আক্তার, মোঃ মিজানুর রহমান মিলন, মোঃনয়ন আলী, এ সময় অন্যান্য প্রেসক্লাবের নেতৃত্বদানকারী সদস্যরাও উপস্থিত ছিলেন।
আজ ০৯/১০/২৪ তারিখ হতে , আগামী এক সপ্তাহের মধ্যে মিটিং ডেকে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত