আরিফ হোসেন রাজশাহী: হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবে গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় পূজামন্ডপ পরিদর্শন এবং ভক্ত ও পূণ্যার্থীদের সাথে উৎসবে সামিল হয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ১ গোদাগাড়ী – তানোর আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন । বৃহস্পতিবার দুপুরে থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শন-কালে উপজেলার বিভিন্ন এলাকার পূজামন্ডপে আর্থিক সহযোগিতা করেন তিনি।
নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন মন্ডপে মন্ডপে গিয়ে সার্বিক খোঁজ খবর নেন এবং ভক্ত ও পূণ্যার্থীদের সাথে উৎসবে সামিল হোন ।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শরিফ উদ্দিন বলেন, দুর্গোৎসবকে সার্বজনীন করতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় প্রত্যেকটি মন্ডপে আমাদের স্বেচ্ছাসেবক দল নিয়োজিত আছে। আপনারা নির্বিঘ্নে পূজা অর্চনা করবেন। কোন প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট যেন না হয় সেদিকে সকলে খেয়াল রাখবেন। আমরা সকলে মিলে সুষ্ঠুভাবে এই উৎসব পালন করতে চাই।
পূজা মন্ডপ সমূহ পরিদর্শন-কালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা, পৌর, ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ”