1. sokalerbangla@gmail.com : admin :
  2. pphelp90@gmail.com : jahid hasa : jahid hasa
  3. shahriarnishat84@gmail.com : Nishat Shahria : Nishat Shahria
  4. sholimuddin1986@gmail.com : Sholim : Sholim
  5. smnazrulislam.official@gmail.com : SM Nazrul Islam : SM Nazrul Islam
October 18, 2024, 8:45 am
Title :
রাজশাহীর মতিহার থানার চর শ্যামপুর অভিযান চালিয়ে ৫ জুয়াড়ি গ্রেপ্তার রাজশাহী কাটাখালী সড়কের পাশ থেকে রিকশা চালকের মরদেহ উদ্ধার রাজশাহী মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছি ইউনিয়নের মাখনপুর গ্রামে এক বৃদ্ধাকে হত্যার চেষ্টা রাজশাহীতে চলছে শাটডাউন পল্লী বিদ্যুতের ২০ কর্মকর্তা চাকরিচ্যুতকরার প্রতিবাদে রাজশাহী মোহনপুর বাকশিমুইল করিশা উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টেরফাইনাল খেলা অনুষ্ঠিত হয় রাজশাহীতে আন্দোলনে নিহত সাকিবের শাশ ৭২ দিন পর কবর থেকে উত্তোলন রাজশাহী মোহনপুর আমরাইল উত্তরপাড়াগ্রামে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা রাজশাহী মহানগরীতে নিখোঁজ দুই শিশুসহ দুই নারীকে উদ্ধার করেছে রাজপাড়া থানা পুলিশ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙ্গে, দালাল সাংবাদিক ও খুনি পুলিশ সদস্যদের গ্রেপ্তার করতে হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৭৭.৭৮ শতাংশ

রাজশাহীতে স্মৃতি পরিষদের কার্যালয় উদ্বোধন চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহবান

Reporter Name
  • Update Time : Sunday, October 13, 2024,
  • 25 Time View

দৈনিক চৌকস :ভ্রাম্যমাণ
প্রতিনিধ : মোঃ রাজিব খাঁন

প্রেস বিজ্ঞপ্তি ১২ অক্টোবর ২০২৪
রাজশাহীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় শিল্পপতি আব্দুল ওহাবের স্মরণ সভার মধ্য দিয়ে এ অফিস উদ্বোধন করা হয়। এ সময় বক্তারা দেশে চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ভাষাসৈনিকপুত্র সাইদুর রহমান। সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেনÑ জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুদ রানা সরকার, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, নাগরিক ভাবনার কেন্দ্রীয় আহবায়ক হাবিবুর রহমান, রাজশাহী সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, রাজশাহী রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নিরো, জননেতা আতাউর স্মৃতি পরিষদের সহ: সভাপতি সালাউদ্দিন মিন্টু, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শফিকুর রহমান রিপন প্রমুখ। সভায় দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোর্টার রাজিব আলী (রাতুল), স্মৃতি পরিষদের সদস্য আল-আমিন, মাহবুব হোসেন, ইউসুফ আলী, নাইম হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ২০১৬ সাল থেকে রাজশাহীর মানুষের অধিকার আদায়ে কাজ করে আসছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। এটি জনগণের আস্থার প্রতিক হবে। নতুনভাবে আবারও রাজশাহীর মানুষদের দাবিদাওয়া নিয়ে এগিয়ে যাবে এ সংগঠন। দেশের স্বার্থে প্রশাসনকে অবিলম্বে সংস্কার করার আহবানও জানান বক্তারা। তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি যেন থামছেই না। আমরা চাই, দ্রুত সংস্কার হোক এবং জনগণের মাঝে স্বস্তি আসুক।

অফিস উদ্বোধনকালে সাইদুর রহমান বলেন, দেশে চাঁদাবাজি ১০ গুন বেড়ে গেছে। এসবের বিরুদ্ধে জনগনকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের পরিবর্তন হবে, জনগনের ভাগ্যের পরিবর্তন হবে না, এটা তো হতে পারে না। যেখানে দ্বন্দ্ব ঘটবে, সেখানে বিকাশ হবেই। আমরা বিকশিত হবই। দ্বন্দ্ব হলে থেমে থাকা যাবে না।

তিনি বলেন, বাংলাদেশে তেল-গ্যাস অনেককিছুর সংকট থাকলেও দালালের সংকট নাই। এ সংকট যেদিন হবে, সেদিন বাংলাদেশ বদলে যাবে। জিনিসপত্র দাম কমানোর উদ্যোগ ই নাই। এভাবে তো দেশ চলতে পারে না। মানুষের ভয়াবহ অবস্থা। জনগণের প্রতিনিধিরাই দেশ চালাবে। রাজনীতিবিদের ওপর আস্থা রাখতে হবে। রাজনীতিবিদের শিক্ষা হয়নি। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আমরা চাই, রাজনীতিবিদরা দেশ চালাক। এসময় দেশপ্রেমিক সেনাপ্রধানকে ধন্যবাদ জানান সাইদুর রহমান।

এর আগে প্রয়াত শিল্পপতি আব্দুল ওহাব স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, গত ১৫ সেপ্টেম্বর তিনি মারা গেছেন। কিন্তু তার অবদান অনেক। তিনি যুগ যুগ স্মরণীয় হয়ে থাকবেন। জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ এরকম গুনীজনদের স্মরণ করে যাবে বলেও ঘোষণা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved dailychoukas.com 2018
Theme Customized BY LatestNews