দৈনিক চৌকস পএিকার
মোঃ আফতাবুল আলম
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীতে আজ ১০/১১/২০২৪ তারিখ রবিবার সন্ধ্যা ৭:০০টার সময় রাজশাহী সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত হলো বার্ষিক বনসাই প্রদর্শনীর ২২ তম সমাপনী অনুষ্ঠান ।
রাজশাহীত সিটি কর্পোরেশনে বনসাই সোসাইটি প্রথম ২০০০ সালে আয়োজন করেছিলো প্রদর্শনীর। সে থেকে দীর্ঘ পথ চলা গাছ সংরক্ষণ করা। প্রকৃতির শ্রেষ্ঠ সৌন্দর্য হলো গাছ যা এই বনসাই এর মূল উপাদান একে জীবন্ত শিল্প বলা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি একটি শিল্প। এই বিরল প্রজাতির শিল্পচর্চার মাধ্যমে রাজশাহী বনসাই সোসাইটির শিল্পীরা বিলুপ্ত প্রায় গাছকে সংরক্ষণ করে প্রকৃতি প্রেমী হওয়ার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। এই শিল্পকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেবার লক্ষ্যে রাজশাহী বনসাই সোসাইটি গত ০৭/১১/২০২৪ তারিখ বনসাই প্রদর্শনীর আয়োজন করেছিল। তারি ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যা ৭:০০টার সময় ৪ দিন ব্যাপী চলা বার্ষিক ২২ তম বনসাই প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ২২ তম বার্ষিক বনসাই প্রদর্শনী সমাপীন অনুষ্ঠানে রাজশাহী বনসাই সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সভাপতি সৈয়দ মাহফুজ -ই-তৌহিদ টুটু ও সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ কে ২২ তম প্রদর্শনী সফল ও সার্থক হওয়ায় সকল সদস্যদের পক্ষ হতে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়,ক্রেস্ট প্রদান করেন ড.আফরাউজ্জামান খান চৌধুরী। উক্ত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রেহানা চৌধুরী, সহ-সাধারণ এ.কে.এম.শফিকুল হক,,সাংগঠনিক সম্পাদক জাবেদ হামিদ,কোষাধক্ষ্য শাহ আলম সরকার, প্রচার ও দপ্তর সম্পাদক রুবিনা আনিস, কার্যনির্বাহী সদস্য সেলিম হোসেন, সহ রাজশাহী বনসাই সোসাইটির সদস্যগন।