রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ২ নং ঘাসিগ্রাম ইউনিয়নের যুবনেতা মোঃ আসলাম হোসেন এর দোকান ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আসলাম হোসেন এর দোকান ঘর দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সভার প্রতিবাদে ছিলেন ২ নং ঘাসিগ্রাম, ইউনিয়ন বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন 2 নং ঘাসি গ্রাম ইউনিয়নের সভাপতি মোঃ আ: মালেক।এ প্রতিবাদ সভার প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক মো: আব্দুস সামাদ সাবেক সভাপতি থানা বিএনপি, তিনি বলেন, আসলাম এর দোকান ঘর আগুন দিয়ে পোড়ানো ঠিক হয়নি, তিনি এ দোকান দিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। আসলাম ২ নং ঘাসি গ্রাম ইউনিয়নের যুবদল এর সাধারণ সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগ এর নেতাদের নির্দেশে এ অমানবিক কাজ করা হয়েছে। তিনি বলেন, মোহনপুরের যত হানাহানি মারামারি এর নির্দেশ দাতা হলেন, এমপি আয়েন উদ্দিন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম। তিনি ২ নং ঘাসিগ্রাম ইউনিয়নের শ্যামপুর হাটের বণিক সমিতির উদ্দেশ্যে বলেন, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আপনাদেরকেই রক্ষা করতে হবে । তিনি পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনারা সঠিক তদন্ত করে আসল অপরাধী কে ধরে আইনের আওতায় নিয়ে আসেন। এ সভার বিশেষ অতিথি ছিলেন, মোঃ মাহবুব- অর রশিদ, সভাপতি মোহনপুর থানা বিএনপি, মো: জাকির হোসেন বকুল যুগ্ন আহবায়ক থানা বিএনপি, মো: বাচ্চু রহমান সদস্য সচিব থানা বিএনপি, কেশরহাট পৌরসভার সাবেক চেয়ারম্যান আলো, কাজিম উদ্দিন চেয়ারম্যান সাবেক সাধারণ সম্পাদক কাদের মোল্লা থানা বিএনপি, মো: শাহীন আক্তার আহ্বায়ক কমিটির সদস্য থানা বিএনপি, জাহাঙ্গীর আলম স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য, ইউনুছ আলী ৪ নং মৌগাছি ইউনিয়নের সাধারণ সম্পাদক, জাফর ইকবাল, শাহীন কেশরহাট যুবদল, লিটন যুগ্ন আহবায়ক থানা ছাত্রদল, মাসুদ যুবদল নেতা হামিদ, ইয়ামিন ইন্ তাজ, দীপ্ত, তৈয়ব আলী, এনামুল পলাশ, করিম ইন্ তাজ, শফিকুল হিমু, রহিম, রুবেল এবং এলাকার সকল স্তরের জনগণ।