মোঃ কামরুজ্জামান মোল্লা, বিশেষ প্রতিনিধি, শেরপুরঃ শেরপুর সদর উপজেলাধীন ৮ নং লছমনপুর ইউনিয়নের জামতলী মোড় সংলগ্ন লছমনপুর গ্রামে বহু বছর আগে থেকে এক ভন্ড মুর্শীদপুরী পীরের আস্তানা গড়ে উঠে। এই দোজা পীরের দরবারে অনেক দিন ধরে বিভিন্ন ইসলামের নামে অপকর্ম, ইসলামী শরীয়া বিরোধী অনৈতিক কাজ, বিদাদ, শিরিক, পীরের পায়ে সেজদা এবং নিরীহ মুরিদদের কাছ থেকে হাদিয়ার নামে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে আসতেছে। স্থানীয় সচেতন জনগণ ও মাদ্রাসার আলেমগণ এবং ছাত্ররাসহ দীর্ঘদিন যাবত এর প্রতিবাদ করলে রোজ ২৬/১১/২০২৪ ইং বুধবার সকাল ৬.০০ টা থেকে ৯.০০ ঘটিকার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ভন্ড দোজা পীরের মুরিদেরা এক পর্যায়ে হুজুর ও এলাকার লোকজনের উপর দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে। ঘটনার স্থলে গুরুত্বরভাবে আহত হয় প্রায় ৪০-৫০ জন হুজুর ও এলাকাবাসী। পরে আইন শৃঙ্খলা বাহিনী ও এলাকাবাসীর সহযোগিতায় আহতদের স্থানীয় শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ অবস্থার অবনতি দেখে গুরুত্বর ১৭ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় হাফিজ উদ্দিন নামে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই মৃত্যুবরণ করেন। এছাড়া অন্য একজনকে দোজা পীরের আস্তায় গোবরের হাউজ থেকে উদ্ধার করে পুলিশ। আরো ৭ জনের নিখোঁজ সংবাদ জানা যায়। এলাকাবাসী, হুজুর ও মাদ্রাসার ছাত্রদের অভিযোগ ভন্ড দোজা পীরকে হাছেন, হামিদ, ইলিয়াস, ছাত্তার, উজ্জ্বল, আলতাফ নামে বেশ কিছু আর্থিক সুবিধা ভোগী দোসররা বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। এলাকাবাসী ও নিহতের পরিবার দোষীসহ ভন্ড দোজা পীরের সুষ্ঠু বিচার ও ফাঁসির জোর দাবি জানাচ্ছে ।