মোঃ সোহরাব হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার( ২৮ নভেম্বর) সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাকির হোসেনের সঞ্চালনায়,এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ ইমতিয়াজ মোরশেদ ।এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,জুলাই-আগস্টে ছাত্র-জনতার সমন্বিত গণঅভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ উপহার পেয়েছে। আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ। বাংলাদেশে কোন বৈষম্য থাকতে পারে না,যে কোন প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করা বাংলাদেশের মানুষের চিরায়ত অভ্যাস এবং এটি আমরা যুগের পর যুগ ধরে দেখে আসছি ।তিনি আরো বলেন, যারা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, দু:খ-কষ্ট ভোগ করেছেন এবং যে মায়েরা বাবারা তাদের সন্তান হারিয়েছেন সবার আত্মত্যাগ যথাযোথ প্রতিফলিত হোক। দেশের সকল মানুষকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ, সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। এ সময় আরও উপস্থিত ছিলেন, নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ,পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ মোসাদ্দেকুর রহমান এলজিইডি এর কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল হাসান , উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃসাদিকুর রহমান মন্ডল প্রমূখসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আহত ও শহিদ পরিবারের সদস্য ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন । স্মরণ সভায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের স্বরনে ১মিনিট নীরবতা পালন করা হয় ।অনুষ্ঠানের শেষে শহীদদের পরিবারের জন্য সুস্থতা এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।