শেরপুর জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ঝিনাইগাতী গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত। ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল ঝিনাইগাতীকে একটি সুন্দর পরিবেশে রুপান্তরিত করে সততার সহিত নিরিহ মানুষের সেবা প্রদান করে যাচ্ছে।তারই ধারাবাহিকতায় অক্টোবর মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পাদনের জন্য বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আশরাফুল আলম রাসেল বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি টিম লিডার হিসেবে কাজ করছি।শ্রেষ্ঠ ইউএনও স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। মূলত এ কাজে শ্রম দিচ্ছেন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তা – কর্মচারী গ্রাম পুলিশ উদ্যোক্তারা। এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন আমি চাই ঝিনাইগাতী উপজেলায় যেকোনো কাজের মান আরও ভালো হোক।