সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলায় কুদ্দুস হাওলাদার নামের এক স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সরকারী খাস জমি জবর দখল করে ঘরবাড়ি নির্মানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভাষানচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ বাবুল মিয়া ৫জন কে অভিযুক্ত করে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। জানাগেছে, ভাষানচর ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ মৌজায় ১নং খাস খতিয়ানে থাকা একটি প্রবাহমান খাল বাবুরচর ভুবনেশ্বর নদী হইতে মধ্যেরচর হয়ে গনেশ বাবুর ডাঙ্গী গ্রামের দিকে প্রবাহিত হয়েছে। উক্ত খালের সাথে কুদ্দুস হাওলাদারের নিজস্ব জায়গা থাকায় ওই সরকারী খালের ২শতাংশ জায়গা তিনি মাটি দিয়ে ভরাট করে বাড়ি নির্মাণের কার্যক্রম চালাচ্ছে। এলাকাবাসী বলেন, দীর্ঘ দিন ধরে প্রবাহমান এই খালটি এভাবে ভরাট হতে থাকলে খালের দুই পাশের প্রায় কয়েকশত একর কৃষি জমির ফসল নষ্ট হয়ে যাবে এবং সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হবে। খাল দখল বন্ধে সরকারি উদ্যোগ গ্রহনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয় অভিযুক্ত কুদ্দুস হাওলাদারের সাথে কথা হলে তিনি বলেন- আমি আমার ক্রয়কৃত নিজস্ব জমিতেই ঘরতবাড়ি নির্মান করছি।