মোছাদ্দেক হোসেন বাহার, ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান)’র নির্বাচন অনুস্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে শিক্ষক ও কর্মচারিদের ভোটে নির্বাচিত হয়েছেন মেজবাহ উদ্দিন আহাম্মেদ নবীন। সদর উপজেলার ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিদের সরাসরি ভোটে ৩৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন ওবায়দুল হক বাবুল মোল্লা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম।
মেজবাহ উদ্দিন আহম্মেদ নবীন দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে সুনামের সহিত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে নিজেকে আত্মনিয়োগ করেছেন এবং ভোলা জেলা স্কাউটের সহকারি কমিশনার পদে দায়িত্বরত রয়েছেন। এছাড়াও তিনি গ্রামীণ জন উন্নয়ন সংস্থার চেয়ারম্যান পদে ২ বছর দায়িত্বরত ছিলেন।
অভিনন্দন : গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ নবীন শিক্ষক সমিতির নির্বাচনে জয়ী হওয়ায় অভিন্দন জানিয়েছেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। অভিনন্দন বার্তায় তিনি বলেন, নতুন সভাপতির নেতৃত্বে শিক্ষক-কর্মচারিদের প্রত্যাশাগুলো পূরণ হবে এমনটাই আশা করছি।