মোঃ আফতাবুল আলম
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি’র) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৬ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৭ জন, অন্যান্য অপরাধে ১০ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: আলাউদ্দিন(৩৫), মো: বজলুর সরকার(৫২) ও আলহাজ্ব আব্দুর রাজ্জাক(৬২) ।
রাজশাহী ওয়াকার্স পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া গ্রামের মো: ওয়াহাবের ছেলে। নওহাটা পৌরসভার আওয়ামীলীগের কর্মী বজলুর সরকার এয়ায়পোর্ট থানার মহানন্দাখালী দক্ষিনপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিন সরকারের ছেলে ও পবা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক একই থানার বাড়ইপাড়া গ্রামের মৃত আসমত মন্ডলের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।