দৈনিক চৌকস : ভ্রাম্যমাণ
প্রতিনিধি : মোঃ রাজিব খাঁন
আজ ২৫ শে ডিসেম্বর রোজ- বুধবার ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল আহাদ (সভাপতি ভাতুড়িয়া তরুণ সংঘ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহনপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচনে ২০২৪ ইং তারিখে নির্বাচিত সাধারন সম্পাদক, সাবেক সফল ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি, জনাব মাহবুব আর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র গ্রামের বিশিষ্ট শিক্ষকবৃন্দ, গুণীজন ও বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনতা।
দিনব্যাপী ২০ টির অধিক ইভেন্টে খেলাধুলা পরিচালিত হয় এছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত, হামদ নাত, আবৃতি, ইসলামী সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশনা করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ভাষণে প্রধান অতিথি এই গ্রামের ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং সর্বগ্রাসী মাদক, ইভটিজিং বাল্যবিবাহ সহ সকল ধরনের অপরাধমূলক ও নিন্দিনীয় কাজকে শক্ত হাতে প্রতিহত করার এবং এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং তরুণ সংঘের সার্বিক গঠনমূলক কাজে পূর্ণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ২০২৪ সালের বার্ষিক পরীক্ষা ও মূল্যায়নের ভিত্তিতে শিশু শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত রোল নম্বর প্রথম হতে তৃতীয় স্থান অর্জনকারীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।এই অনুষ্ঠানের স্পন্সর করেছেন এ ওয়ান সলিউশনস লিমিটেড ও আইডিয়াল সিডস্ প্রাইভেট লিমিটেড। সভাপতির বক্তব্যে আব্দুল আহাদ বলেন এই গ্রামকে হিংসা-বিদ্বেষ , রাজনৈতিক প্রতিহিংসা,অন্যায় অনাচারমুক্ত একটি মডেল গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করতে ভাতুড়িয়া তরুণ সংঘ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতে যাবে। সকলের সুস্বাস্থ্য ও আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।