শুভ মন্ডল,স্টাফ রিপোর্টার খুলনাঃ ০৯ই জানুয়ারি তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় পিরোজপুর সদর উপজেলাধীন শংকরপাশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব জনাব মোস্তাফিজুর রহমান।তিনি বলেন, “গ্রাম আদালতে আগত মামলা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে হবে।তাতে করে একদিকে যেমন মামলার খরচ কমবে অন্যদিকে উচ্চ আদালতের মামলার জট কমবে”।স্থানীয় সরকারের অধীনে ইউরোপিয় ইউনিয়ন এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহযোগিতায় পার্বত্য জেলা ব্যাতীত বাংলাদেশের ৬১টি উপজেলায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিকতায় পিরোজপুর জেলার ৬ টি উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ ও ১ টি উপজেলায় রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।পরিদর্শন কালে শংকরপাশা ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ফজলুল হক, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন খান, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার কামরুজ্জামান চান, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর শতান্ত্রিকা রায়, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার কৃষ্ণা সূতার, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মাইনুল ইসলাম, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী রহিমা খাতুন, সুশিলন এনজিও প্রতিনিধি হাওয়া বেগম, রবিউল ইসলাম, মোঃ মনির খান, ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশগন।