শুভ মন্ডল -স্টাফ রিপোর্টার খুলনাঃ খুলনা সিটি কর্পোরেশনের সাবেক জনপ্রিয় কাউন্সিলর, অমিয় সরকার গোরা’র ৯ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ১০ই জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার জীবন দশায় রাজনৈতিক, সামজিক, মানবাধিকার ও ধর্মীয় বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ ও প্রধান হিসেবে দ্বায়িত্বপালন করে গেছেন।
অমিয় সরকার গোরা ১৯৫৫ সালের ১লা জানুয়ারি খুলনার ঐতিহ্যবাহী সরকার বাড়ীতে জন্মগ্রহণ করেন।
ছাত্র জীবনে ছাত্ররাজনীতির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করে। ১৯৮৮ সালে তিনি বিপুল ভোটে খুলনা সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়। বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) খুলনা মহানগর এর সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,খুলনা মহানগর শাখার সভাপতি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা জেলা শাখার আহবায়ক হিসেবে নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করে গিয়েছেন।
তিনি খুলনার কেন্দ্রীয় মন্দির আয্য ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক ও টুটপাড়া গাছতলা মন্দিরের সভাপতি হিসেবে মন্দিরের অবকাঠামো উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করেছেন।
জাতি-ধর্মের ঊর্ধ্বে তিনি সকলের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
সর্বশেষ খুলনার ঐতিহ্যবাহী রুপসা মহাশ্মশানে হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় অমিয় সরকার গোরা’র শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।