রাজশাহীর পবা উপজেলায় আলতাফ হোসেন (৪৫) নামের এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়রা নদীর ধারে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
পবা থানার বাগসারা গ্রামের মনসুর আলীর ছেলে আলতাফ রোববার (২ মার্চ) ইফতারের পর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। সোমবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন জানান, প্রাথমিক তদন্তে আলতাফের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে কেউ তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।