মোছাদ্দেক হোসেন বাহার ভোলা জেলা প্রতিনিধি /
ভোলার চরফ্যাশনে ৬ অবৈধ ইটভাটাকে ২৯ লক্ষ টাকা জরিমানাসহ ভেঙ্গে দিল পরিবেশ অধিদপ্তর ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধিন বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৫ মার্চ) পরিচালিত অভিযানে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালতের নেত্রিত্ব প্রদান করেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর,ঢাকা থেকে আগত মনিটরিং এন্ড এফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।
পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তোতা মিয়া বলেন, অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ ও ৬ লংঘন করার অপরাধে উক্ত আইনের ১৫ ও ১৮ ধারা মোতাবেক চরফ্যাশনের উপজেলার আয়শাবাগ এলাকায় অস্থিত নুর আলম এর মালিকানাধিন মেসার্স সততা ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা, আছলামপুর এলাকায় অবস্থিত ওমর ফারুক বাবুল এর মালিকানাধিন মেসার্স এ আলী ব্রিকস কে নগদ ৬ লক্ষ টাকা, সমরাজঘাট এলাকায় অবস্থিত মোঃ রাসেল এর মালিকানাধিন মেসার্স আনিশা ব্রিকস কে নগদ ৬ লক্ষ টাকা,হাজারীগঞ্জ এলাকায় অবস্থিত জসীম উদ্দিন সরমান এর মালিকানাধীন মেসার্স সরমান ব্রিকস কে নগদ ৬ লক্ষ টাকা ও চর মাদ্রাজ এলাকায় অবস্থিত জাহাঙ্গীর হোসেন এর মালিকানাধিন মেসার্স মধুমতি ব্রিকস কে নগদ ৬ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেন। এ সময় চর মাদ্রাজ এলাকায় অবস্থিত মোঃ জাহিদুল ইসলাম রাসেল এর মালিকানাধিন মেসার্স ক্রাউন ব্রিকস কে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালত।
তিনি আরো বলেন, পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দন্ড প্রাপ্ত প্রায় সকল ব্রিকসের স-মিল ধংস, ট্রাক্টরের কাঁচা ইট ধংস এবং ফায়ার সার্ভিসের পাম্প মেশিন দ্বারা ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে সকল কাঁচা ইট ধংস করে দেয়া হয়েছে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলা অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন ভোলা জেলায় কর্মরত পুলিশেরর একটি দল, কোস্ট গার্ডের একটি দল ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চরফ্যাশনের একটি দল এবং পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। জেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অনুরুপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য, অভিযান চলাকালে দন্ডপ্রাপ্ত ইট ভাটাগুলোর স্ব-স্ব মালিক বা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।