ফরিদপুর প্রতিনিধিঃ
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যা শিশুর উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে ফরিদপুরে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫। শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা সদরের কানাইপুর ইউনিয়ন পরিষদে সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর বাস্তবায়নে পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেয়া হয়। যেখানে নারী ও কন্যা শিশুর অধিকার, সমান সুযোগ এবং ক্ষমতায়নের প্রয়োজনীয়তা উঠে নানা কর্মসূচির মাধ্যমে।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ আলতাবের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সারদা সুনদরী মহিলা কলেজের সহকারি অধ্যক্ষ মো: জাহাঙ্গীর আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আকরামুল কবির, আশ্বাস প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টেশনের ডেপুটি ম্যানেজার মো: মনিরুজ্জামান প্রমুখ।
আশ্বাসের কেস কোঅরডিনেটর মো: নাজমুল হক জামিলের তত্ত্বাবধানে প্রকল্পের প্রোগ্রাম অফিসার মুকুল আলীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে
বিভিন্ন পেশাজীবী নারী, শিক্ষার্থী, সমাজকর্মী এবং মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।