আল-আমিন, স্টাফ রিপোর্টার ক্রাইম, শেরপুর জেলা।
ধর্ষণ একটি ঘৃণ্য জগণ্যতম অপরাধ। সারা দেশে এই বর্বর কাজ ক্রমশ বেড়েই চলছে। ধর্ষক আইনের ফাঁক দিয়ে বের হওয়ার কারণেই এমন অপরাধ বৃদ্ধি পাচ্ছে। ধর্ষককে যেনো আইনি সহায়তা না দেওয়া হয় এজন্য সাধারণ শিক্ষার্থীরা ডিসি চত্ত্বরে আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করেন। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বক্তব্য দিতে গিয়ে আইনজীবীদেরকে অনুরোধ করে বলেন কোনো ধর্ষককে যেনো আইনি সহায়তা না দেওয়া হয়। তাদের একটাই দাবি “ধর্ষণ নামক ব্যাধিটি যেন সমাজ তথা দেশকে ধ্বংস করে না দেয়। আছিয়াসহ যারা বর্বর এই কাজের শিকার এমন যেনো আর কোনো আছিয়া মানুষ নামের হিংস্র পশু হায়েনার শিকার না হয়।”