মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগে এক ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ই মার্চ) দুপুরে উপজেলার কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আইন অমান্য করে ফসলি জমির টপসয়েল অবাধে মাটি কাটা হচ্ছে- এমন খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢুলিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন।
এ সময় এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মেঘনা ব্রিকসের মালিক শাহাবুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযান চলমান থাকবে।