বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পথচারিদের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা বিএনপি। পাশাপাশি ইফতারের প্যাকেট হাতে নিয়ে ঘুরে ঘুরে অসহায় ও শ্রমজীবীদের মাঝে বিতরণ করা হয়।
এ কার্যক্রম আগামী ২০ রমজান পর্যন্ত নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ও পথচারিদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।
মঙ্গলবার (১১ই মার্চ) বিকেলে জেলা শহরের কুসুমবাগ পয়েন্টে পথচারিদের মাঝে ৫ শতাধিক ইফতার সামগ্রী প্যাকেট বিতরণ করা হয়। ইফতার বিতরণকালে ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপনের আর্থিক সহায়তায় ইফতার সামগ্রীর মধ্যে ছিল আখনি, ছোলা, খেজুর, আলুরচপ, পিয়াঁজু। এর সঙ্গে ছিল একটি করে ছোট পানির বোতল। ইফতার প্যাকেট বিতরণে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
এতে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত,জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আয়াছ আহমদ,পৌর বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদ,যুগ্ম আহ্বায়ক সরওয়ার মজুমদার ইমন, পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য রেজা করিম ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদ সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পথচারী ও ক্ষুদ্র ব্যবসায়ী ক’জনের সাথে কথা বললে তারা বলেন, বাজারে ইফতার করলে ৫০-৬০ টাকা খরচ হয়। কিন্ত বিএনপি’র পক্ষ থেকে ইফতার পাওয়ায় আমাদের এই টাকাটা বেঁচে গেছে। শুধু আমি নই আমার মতো অনেকেই এখান থেকে ইফতার নিয়েছেন। এদের মধ্যে ইজিবাইক, ভ্যানচালক,অসহায়,দুস্থ ও পথচারীরা সেখান থেকে বিনামূল্যে ইফতার নিয়ে গেছেন। ইফতার প্যাকেট উপহার পেয়ে সবাই খুশী হন।
মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে আগামী ২০ রমজান পর্যন্ত প্রতিদিন জেলা শহরের বিভিন্ন পয়েন্টে রোজাদার পথচারিদের মাঝে ইফতারী প্যাকেট ও সঙ্গে ছোট পানির বোতল উপহার হিসেবে বিতরণ করা হবে।