আব্দুল্লাহ সরদার স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের মোংলায় চকোলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টা মামলায় এজাহারনামীয় পলাতক আসামি মো. মালেক ফকিরকে (৪৫) গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।
বুধবার (১২ মার্চ) দুপুরে বরগুনা জেলার নলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার ( ৮ মার্চ) সকালে মোংলা পৌর শহরের ১নম্বর ওয়ার্ডের মেছের শাহ সড়কে ওই ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, শিশুটি বাসার সামনে খেলাধুলা করার সময় চকোলেটের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায় প্রতিবেশী মৃত শামছু ফকিরের ছেলে মো. মালেক ফকির (৪৫)। মালেক তার নিজ ঘরে ওই মেয়েটিকে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শিশুটিকে ধর্ষণচেষ্টা করলে – সে চিৎকার দেয়। তখন প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত কৌশলে দৌড়ে পালিয়ে যায়।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোংলা থানার একটি টিম শিশু ধর্ষণচেষ্টার আসামি মালেক ফকিরকে গ্রেফতার করেছে। আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এর আগেও তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা চলমান রয়েছে বলেও জানান ওসি।